পাহাড়ের কোলে কেক কেটে অন্যরকম জন্মদিন পালন অপরাজিতার
জন্মদিনটা সবার কাছেই বিশেষ দিন হিসেবে বিবেচিত। তাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতের তারকা শুরু করে সবাই চায় এ দিনটা একটু ভিন্নভাবেই পালন করতে। তেমনি ভারতীয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য তার জন্মদিনটি ভিন্নরকমভাবে পালন করেছেন।
পাহাড়ের কোলে নিজের জন্মদিন কাটালেন অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় গান গেয়ে একেবারে ঘরোয়া সেলিব্রেশনে নিজের জন্মদিন পালন করেছেন তিনি। এ সময় সঙ্গে দেখা গেছে অভিনেত্রীর স্বামী অতনু হাজরাকে।
জন্মদিন পালনের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্য স্বাদের জন্মদিন’। পোস্ট জুড়ে রয়েছে ঘরোয়া জন্মদিনের ছবি আর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বেলুন দিয়ে সাজানো পুরো ঘর। সামনের টেবিলে রাখা রয়েছে কেক।
ভিডিওতে প্রথমে কেক নিয়ে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এরপর কেক কাটতে কাটতে তাকে ‘আগুনের পরশমণি’ গানটিও গাইতে শোনা গিয়েছে। কেক কেটে সবাইকে নিজের হাতে খাইয়ে জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী।