‘পাহাড়ে মানুষে মানুষে সেতুবন্ধনকে সুদৃঢ় করবে’

fec-image

ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আয়োজনে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে হাতিয়াপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার পাহাড়ী সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।

শুরুতেই বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাটিরাঙ্গার বিভিন্ন শ্রেনি-পেশার ৫০০জন প্রতিযোগির অংশগ্রহনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় সড়কের দু’পাশে হাজার হাজার মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

পরে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতায় সেরা দশ জনের হাতে পুরস্কার তুলে দেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্সদ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. খোরশেদুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও নাভানা গ্রুপের কর্পোরেট পিআর ডিভিশনের জেনারেল ম্যানাজার মোহাম্মদ আরফাতুর রহমান বান্টি ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারীসহ সুশীল সমাজের প্রতিনিধিগন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যে কোন প্রতিযোগিতা মানুষের মনকে প্রফুল্ল ও উজ্জীবিত রাখে। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’ গড়তে সকল সম্প্রদায়ের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করতে হবে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতার মাধ্যমে সে সেতুবন্ধন সুদৃঢ় হবে। পাহাড়ের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি। বঙ্গবন্ধুর আদর্শকে সকলের অন্তরে জাগ্রত করার আহবানও জানান তিনি।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছে উল্লেখ করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্সদ মোয়াজ্জেম হোসেন বলেন, ম্যারাথন দৌড়ের মাধ্যমে পার্বত্যাঞ্চালে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখবে।

পরে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় মাটিরাঙ্গার ১২০জন হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন