পুলিশ কনস্টেবল পৃথিবী চাকমা জীবিত, ঢাকায় কর্মরত আছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (উত্তর বিভাগ) এ কর্মরত নারী পুলিশ সদস্য পৃথিবী চাকমা সম্পর্কে সাম্প্রতিক একটি ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।
ভুয়া খবরটিতে দাবি করা হয় পৃথিবী চাকমা নিহত হয়েছেন, তবে পৃথিবী চাকমা নিজেই তার ফেসবুক আইডি থেকে বিষয়টি স্পষ্ট করেছেন যে, তার কিছু পুরোনো ছবি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে।
তিনি জানিয়েছেন, এই ছবি তার মাতৃ ইউনিট কিশোরগঞ্জ জেলা পুলিশে কর্মরত থাকার সময়ের ছবি এবং বর্তমানে তিনি ঢাকায় কর্মরত আছেন।
পৃথিবী চাকমা ওই পোষ্টে লিখেন, আমাকে এবং আমার ফ্যামিলিকে বিভ্রান্ত করছেন। দয়া করে এমনটি করবেন না।
এছাড়া, এনায়েতপুরে কোনো অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।