মুসলিম টার্গেট’ বললেন ওয়াইসি

ফ্রান্সে শিশুসহ ১৭ জনকে বাঁচিয়ে প্রশংসিত মুসলিম তরুণ

fec-image

এক শিশুসহ ১৭ জনকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এক ফরাসি মুসলিম তরুণ। গত শুক্রবার ফ্রান্সের একটি ভবনে আগুন লাগলে সেই মুসলিম তরুণ ভেতরে থাকা ১৭ জনকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হন।

ওই মুসলিম তরুণের নাম ইজ্জুদ্দিন হামদি। সূত্র জানায়, ভবনটিতে আগুন লাগলে ইজ্জুদ্দিন দমকলকর্মীদের আসার আগেই ভবনে ঢুকে পড়েন। আগুন ও ধোঁয়ার মধ্যে একটি মই ব্যবহার করে জানালা দিয়ে ভবনে প্রবেশ করে এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন তিনি।

ব্যাপটিস্ট ডেভিস অগ্নিনির্বাপকদের এক কর্মী জানান, ক্রুরা আসার পর তারা ভবনের ৫-৬ মিটার (১৬-২০ ফিট) উচ্চতার আগুন জ্বলতে দেখেছিলেন।

এদিকে, সাহসী এ পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন ওই মুসলিম তরুণ। শিশুসহ মোট ১৭ ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোয় তিনি এখন অনলাইনে সক্রিয়দের কাছে ‘সুপার হিরো’। তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পদক লিজিয়ন অব অনার দেয়ার দাবি জানান নেটিজেনরা। সূত্র : আনাদোলু এজেন্সি ও দ্য ইসলামিক ইনফরমেশন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তরুণ, ফ্রান্স, মুসলিম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন