রামুতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারিদের ছাড় দেয়া হবে না : এমপি কমল

fec-image

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহ্বাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন-বঙ্গবন্ধুর একজন কর্মীও যদি বেঁচে থাকে এ মহান নেতার মর্যাদা ক্ষুন্নকারিদের ছাড় দেয়া হবে না। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন-অতীতেও দেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। তারা এখন তাদের পুরনো অপকর্ম শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযাগি সংগঠনের নেতাকর্মীরা এদের প্রতিহত করার জন্য যথেষ্ট।

এমপি কমল আরো বলেন-বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে মুসলিম মনিষা, জাতির পিতা ও জাতীয় নেতাদের ভাস্কর্য দর্শনীয় স্থানগুলোতে স্থাপিত হয়েছে। এনিয়ে ওইসব দেশে কখনো বিতর্ক হয়নি। এদেশে ৩৫ বছর আগে জিয়াউর রহমানের ভাস্কর্য স্থাপিত হলেও কেউ অভিযোগ করেনি। শুধুমাত্র রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কতিপয় আলেমকে দিয়ে বঙ্গবন্ধু ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এমপি কমল রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রামু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন-প্রবীন আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ।

ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন-রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, উপজেলা যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন, নবীউল হক আরকান, মাসুদুর রহমান, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক আরিফ খান জয়, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, তসলিম উদ্দিন সোহেল, মো. রিয়াদ প্রমূখ।

এদিকে সাইমুম সরওয়ার কমল এমপি বেলা ১২ টায় রামু সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মোশতাক আহমদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জেয়ারত করেন। এসময় রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের জেয়াফতে অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভাস্কর্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন