বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : নিখোঁজ ১০, ১ জনের লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম দিকে গভীর বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১০ জন নিখোঁজ হয়েছে। এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা। ট্রলারটিতে ২৩ জন মাঝি মাল্লা ছিল। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে। ফিশিং বোটে থাকা প্রায় ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। তবে ট্রলার ডুবির ঘটনা মহেশখালী মাতারবাড়ীর দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে হতে পারে বলে ধারণা করছেন উদ্ধার কর্মীরা।

পরে খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌ-বাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল।

কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানান কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে। মহেশখালীতে দায়িত্বরত কোস্টগার্ডের স্টেশন অফিসার ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোস্টগার্ড, ট্রলারডুবি, নিখোঁজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন