বরিশালের দায়িত্বে কে, খেলবেন না আমির

fec-image

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে দশম বিপিএল আসর। আর এবারের আসরেও ৭ টি দল অংশগ্রহণ করছে। আসন্ন আসর শুরুর আগে জানা গিয়েছিল, ফরচুন বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ডেভ হোয়াটমোর। তবে নতুন খবর, প্রধান কোচ হচ্ছেন মিজানুর রহমান বাবুল।

এদিকে, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও দলে ভিড়িয়েছিল বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না তার। আইএল টি-টোয়েন্টি খেলার কারণে এবারের আসরে খেলবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।

এ ছাড়া কোচ প্রসঙ্গে মিজান বলেন, ‘এটা তো ভেতরের খবর। তাকে টেকনিক্যাল ডিরেক্টরও করতে পারি আবার প্রধান কোচও করতে পারি। হোয়াটমোর ১৮ তারিখ আসবে, এরপর সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করব। আইএল টি-টোয়েন্টি শেষ হলে দুই একটা চমক আসতে পারে।’

নিজেদের আনলাকি দাবি করে মিজান বলেন, ‘আমরা এবার সিরিয়াস আনলাকি কারণ একসাথে তিনটা জাতীয় দলের খেলা চলছে। যে কারণে ফখর জামান-আব্বাস আফ্রিদি মিস করবেন প্রথম ম্যাচ। অন্যান্য যারা বিদেশি আছে তারা ১৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবে। আপাতত ঐচ্ছিক অনুশীলন চলছে, কাল পরশু শুরু হবে পুরোদমে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিপিএল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন