বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় মনোনিবেশের আহ্বান রাজস্থলী প্রেসক্লাব নেতৃবৃন্দের


বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় মনোনিবেশের জোর আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলার রাজস্থলী প্রেসক্লাব নেতৃবৃন্দ। রবিবার দুপুরে রাজস্থলী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়। সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী এবং সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাথোয়াইঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, কোষাধক্ষ্য নুশরাত জাহান নিশু, সাংগঠনিক সম্পাদক সুমন খান কার্যকরী সদস্য উসাপ্রু মার্মা সহ ক্লাবের অন্যান্য সদস্য।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপক বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি গুজব, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য রোধেও সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সমাজের কাছে গ্রহণযোগ্য সংবাদ উপস্থাপনই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত।
রাজস্থলীতে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জোরালো আলোচনা হয়। এছাড়া পিআইবি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগে রাজস্থলী প্রেসক্লাব সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন এবং মাঠপর্যায়ে রিপোর্টিং দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।