বাংলাদেশের বাজারে সিটিজেন ব্রান্ডের পস, বারকোড ও লেবেল প্রিন্টার

fec-image

বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেবেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে রাজধানীর হোটেল সোনারগাঁও এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটিজেন ব্রান্ডের ২টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়। মডেলগুলো হচ্ছে সিটিজেন সিটি-ডি১৫০ এবং সিটিজেন সিএলই-৩২১।

সিটিজেন সিটি-ডি১৫০ (Citizen CT-D150) মডেলটি একটি কমপ্যাক্ট ও উচ্চ-দক্ষতার থারমাল পস প্রিন্টার, যা রিটেইল, রেস্টুরেন্ট এবং POS ব্যবস্থার জন্য আদর্শ। এটি প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত দ্রুত প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই রেজুল্যুশনে স্পষ্ট ও প্রফেশনাল মানের রিসিট প্রিন্ট করে। সহজ ড্রপ-ইন, পেপার লোডিং, USB ও সিরিয়াল সংযোগ সুবিধা এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি যেকোনো ব্যবসায়িক পরিবেশে ব্যবহারযোগ্য এবং সহজ সমাধান হিসেবে কাজ করে। এতে বিল্ট-ইন অটো-কাটার রয়েছে, ফলে ম্যানুয়ালি কাটতে হয়না এবং এতে কাজের গতি বাড়ে। এতে একটি পাওয়ার সেভিং মোড রয়েছে যা এর দীর্ঘস্থায়ী প্রিন্টিং ক্ষমতা বজায় রাখবে। প্রিন্টারটি উইন্ডোজ, লিনাক্স এবং এন্ড্রয়েড সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা এটিকে আরও বহুমুখী করে তুলেছে। প্রিন্টারটির সামনে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে যা প্রিন্টারের বর্তমান অবস্থা যেমন পেপার শেষ, ত্রুটি, প্রস্তুত ইত্যাদি স্পষ্টভাবে দেখায়। এই প্রিন্টারটি অত্যন্ত কম শব্দে কাজ করে, যা হসপিটালিটি বা কাস্টমার সেবা প্রদান সংক্রান্ত পরিবেশের জন্য উপযুক্ত।

সিটিজেন সিএলই৩২১ (Citizen CLE321) একটি কমপ্যাক্ট, উচ্চ-দক্ষতা সম্পন্ন বারকোড লেবেল প্রিন্টার, যা ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, লজিস্টিক প্রতিষ্ঠান এবং ব্রান্ড শপে ব্যবহারের জন্য উপযুক্তভাবে ডিজাইন করা হয়েছে। এটি প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি (২০০ মিমি/সেকেন্ড) পর্যন্ত দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই পর্যন্ত উচ্চ রেজুলেশন আউটপুট সরবরাহ করে। এই প্রিন্টারটিতে বিভিন্ন ধরনের মিডিয়া সমর্থন করে, যেমন রোল বা ফ্যানফোল্ড মিডিয়া, পাশাপাশি ডাই-কাট, কন্টিনিউয়াস, পারফোরেটেড লেবেল, ট্যাগ এবং টিকিট। সিটিজেন কোম্পানি প্রিন্টারটিকে চিরন্তন এলিগেন্স বজায় রেখে এমনভাবে ডিজাইন করেছে যেন এটি এ ফোর কাগজের চেয়েও কম জায়গা নেয়। এই বহুমুখী লেবেল প্রিন্টারটিতে একাধিক ভাষা সাপোর্ট করে, যেমন ডাটাম্যাক্স ডিএমএক্স, জেব্রা জেডপিএল২, এলট্রন ইপিএল২ এবং ক্রস ইমুলেশন অটো সুইচিং প্রযুক্তি তাই এটি বিভিন্ন বিদ্যমান সিস্টেমের সঙ্গে সহজেই সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, সিটিজেন পন্য ব্যবস্থাপক আবু সোলায়মান পলাশ এবং হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল। অন্যদিকে, সিটিজেন সিস্টেমস জাপান কো. লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্টার সেলস বিভাগের প্রতিনিধি ইয়োহেই কোয়ামা এবং টেকনিক্যাল সাপোর্ট সেকশন এর প্রতিনিধি সাতোরু হিগুয়েছি।

জাপানি ব্রান্ড সিটিজেন এর এই যাত্রা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত পন্য তালিকাকে সমৃদ্ধ করবে এবং ইউজারগণ শ্রেয়তর সেবা পাবেন, এমটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন