বাইশারীতে দেশীয় একনলা বন্দুকসহ জনতার হাতে একজন আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দেশীয় তৈরি এক নলা বন্দুকসহ এক যুবককে আটক করেছ।
শনিবার (১০ আগস্ট) সকাল ৭টায় নাইক্ষ্যংছড়ি’র বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা থেকে জনতার সহযোগিতায় আটকের পর ১১ বিজিবির হাতে সোপর্দ করে জনতা।
বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি’র বাইশারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড় নারিচবুনিয়া এলাকার বটতলী বাজারে জুলহাস নামের এই যুবক দেশীয় অস্ত্রসহ ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থাকে আটকের পর বিজিবিকে খবর দেয়।
আটক মো. জুলহাস ( ৩২) বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার বাসিন্দা মো. ইউনুসের (প্রকাশ মাইক ইউনুস’র) ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল বলেন, সে (জুলহাস) প্রায় সময় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতো ও বন্যপ্রাণী শুকর শিকার করত। তার চলাফেরা সন্দেহজনক মনে করে এলাকাবাসী। পরে নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবির হাতে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম।
এ বিষয়ে ১১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদের কাছে জানতে একাধিকার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।