বাইশারীতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক মুসলিম শিশুকে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক বড়ুয়া যুবক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫) কে আটক করেছে জনতা। পরে তারা ধর্ষককে পুলিশে সোপর্দ করে।

স্খানীয়রা জানান,রোববার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে  রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নামের এক যুবক হলদিয়া শিয়ার নিজ বাড়ির সামনে থেকে শিশু’টিকে অপহরণ করে। পরে তাকে ইদগড়-বাইশারী সড়কের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ধর্ষককে আটকের অভিযানে নামে।  এক পর্যায়ে জনতার সহায়তায় পুলিশ ধর্ষককে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া থেকে আটক করে। আটক আসামী নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। সে পেশায় একজন ড্রাইভার।

পুলিশ আরো  জানান, আসামীকে আটকের পর বাইশারী পুলিশ সহায়তায় তাকে থানায় নিয়ে আসে।

কিশোরীটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন