বাঘাইছড়িতে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ


মঙ্গলবার রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে ২৭ বিজিবি মারিশ্যা জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে।
সিগারেটের কার্টুনগুলো নিউ ল্যাইলা ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা বলে বিজিবি জানায়।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবির মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) আজিমুল হক। সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি’র নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও চোরাকারবারি ও অবৈধ মালামাল জব্দে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment