বাঘাইছড়িতে দু’ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের দু’নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
রোববার (১০মার্চ) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফারুক এবং উপ-প্রচার সম্পাদক মো. জাহেদ।
তথ্য নিশ্চিত করে সংগঠনটির জেলার সভাপতি আব্দুল জব্বার সুজন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দু’নেতা দলীয় কোন কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। আর এসময়ের মধ্যে দল তাদের বর্তমান কোন কর্মকাণ্ডে দায়ভার গ্রহণ করবে না বলে যোগ করেন ছাত্রলীগের এ নেতা।