বাঘাইছড়িতে পিসিপি নেতা হত্যাকাণ্ডে দীঘিনালা পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ
বাঘাইছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র মাচালং সরকারি ডিগ্রী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রতন চাকমাকে (২১) গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে, জেএসএস (এমএন লারমা সমর্থিত) পাহাড়ি ছাত্র পরিষদ, দীঘিনালা উপজেলা কমিটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় লারমা স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলটি লারমা স্কোয়ার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মৃণাল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জেএসএস এর ছাত্র বিষয়ক সম্পাদক জ্ঞান চাকমা, উপজেলা যুব সমিতির সভাপতি সোনামনি চাকমা এবং উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চাকমা।
সমাবেশে বক্তারা রতন চাকমাকে হত্যার ঘটনায় জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।