বাঘাইছড়িতে সংবাদ কর্মীদের মাঝে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পিপিই বিতরণ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সংবাদ কর্মীদের মাঝে পিপিই বিতরণ করেছেন রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বাঘাইছড়ি প্রেস- ক্লাবের অস্থায়ী কার্য়ালয়ে রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অর্থায়নে এসব পিপিই বিতরণ করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নেতা-কর্মীরা।
এসময় বাঘাইছড়ি প্রেস- ক্লাবের সভাপতি দীলীপ কুমার দাশ ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন মামুনের হাতে ১১ টি পিপিই তুলে দেন।
রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মো. রাশেল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ রাসু, বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুল নোমান, বীর মুক্তিযোদ্ধা মো. মুক্তার আহম্মেদ সহ বাঘাইছড়ি উপজেলার বীর পুত্রগন উপস্থিত ছিলেন।
পিপিই বিতরণ ছাড়াও ইতোপূর্বে সংবাদ কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।