বাঘাইছড়িতে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে রত্নদ্বীপ চাকমা(৪৫) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৪টায় উপজেলার জীবতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক রত্নদ্বীপ চাকমা জীবতলী গ্রামের বিজয় লাল চাকমার ছেলে বলে জানায় পুলিশ।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রত্নদ্বীপ চাকমার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে আদালতে ৩ বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিলো তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাকে আজ জীবতলী গ্রাম থেকে আটক করা হয়েছে। আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ঘটনাপ্রবাহ: আটক, আসামি, বাঘাইছড়ি
Facebook Comment