বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী
বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সড়ক ও জনপদ কলোনীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা তুলে দেন সেনা জোনের কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের মাঝে চাল,ডাল, তেলসহ নানা খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারের মাঝে ২হাজার ৫ শত টাকা করে মোট সাড়ে ২২ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়।
এসময় সেনা জোনের কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও সর্বদা সচেষ্ট।
এই দুঃসময়ে সেনাবাহিনী আপনাদের পাশে দাঁড়িয়েছে যা ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যাব। তাই এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ পাশাপাশি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে জেলা শহরের সড়ক ও জনপদ কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বসতঘর পুড়ে যায়।