বান্দরবানে এক নারী করোনায় আক্রান্ত


বান্দরবানে লামায় সাদিয়া (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত হয়েছে। সেই কক্সবাজার মেডিক্যাল হাসপাতালে করোনা পরীক্ষা করার সময় পজিটিভ ধরা পরে।
গতকাল মঙ্গলবার কক্সবাজার হাসপাতালে পরীক্ষার সময় তার করোনা পজেটিভ আসে।করোনা আক্রান্ত রোগী সাদিয়া আক্তার (২৭) সে ২নং পৌরসভা এলাকায় নয়াপাড়া পাড়ায় মুজিবুর রহমান মেয়ে। সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
জানা গেছে, লামায় এক শিক্ষার্থীর স্বাভাবিক অবস্থায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারের হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কক্সবাজারের পরীক্ষা করতে গেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। যাতে স্থানীয়দের মাঝে কোন আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
বান্দরবানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, আক্রান্ত করোনা রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।