বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অস্ত্রসহ আটক

fec-image

বান্দরবানে অস্ত্রসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতিকে আটক করেছে বিজিবি।

রবিবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়ন নিজ বাড়ি থেকে তাকে আটক করে ১১ বিজিবির একটি অপারেশন দল।

আটককৃত শাহ সিরাজুর রহমান সজল (৫২) নাইক্ষ্যংছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি। তার পিতার নাম মৃত শাহ মোস্তাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাতে ১১ বিজিবির সুবেদার মোহাম্মদ তাহাজ্জেল হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে তিনটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে বিজিবির অপারেশন দলের নেতৃত্বদানকারী সুবেদার তাহাজ্জেল হোসেন।

এদিকে আটককৃত শাহ সিরাজুর রহমান সজলের পরিবারের দাবি রাবার বাগানের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সজলকে ফাঁসানো হয়েছে। ২৭৯নং বাকঁখালী মৌজায় কিছু পাহাড়ি ভূমি নিয়ে সজলের সাথে বিরোধ চলছিল।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, বিজিবি কর্তৃক আটককৃত সজল এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সজল বাইশারী এলাকায় প্রতিষ্ঠিত একজন রাবার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ, আটক, দুর্নীতি প্রতিরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন