বান্দরবা‌নের ৩ইউ‌নিয়‌নে ভোটগ্রহণ শুরু

fec-image

বান্দরবা‌ন সদর উপ‌জেলার বান্দরবান সদর, রাজ‌বিলা ও জামছ‌ড়ি এ তিন ইউ‌নিয়‌নের ভোট কে‌ন্দ্রে শুরু হ‌য়ে‌ছে ভোট গ্রহণ। ত‌বে তিন‌টি ইউ‌নিয়‌নের সবক‌টি‌তেই চেয়ারম্যান প‌দে নৌকা প্রার্থীরা বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় আ‌গেই নির্বা‌চিত হ‌য়ে যাওয়ায় আজ সাধারণ সদস্য ও সংর‌ক্ষিত ম‌হিলা সদস্য প‌দে নির্বাচন চল‌ছে।

সোমবার (৭ফেব্রুয়ারী) সকা‌ল ৮টায় কে‌ন্দ্রে কে‌ন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ।

সকা‌লে সদর ইউ‌পির রেইচা থ‌লিপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, গোয়া‌লিয়া‌খোলা সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, জামছ‌ড়ির জামছ‌ড়ি পাড়া সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়সহ বান্দরবান সদ‌রের তিন ইউ‌নিয়‌নের ভোট কেন্দ্র ঘু‌রে দেখা যায়, ভোটাররা সবাই শা‌ন্তি পূর্ণভা‌বে লাই‌নে দাঁড়ি‌য়ে তা‌দের ভোট প্রদান ক‌রছে। প্রতিটি ভোট কে‌ন্দ্রেই পুরু‌ষের চে‌য়ে ম‌হিলা ভোটা‌রের উপ‌স্থি‌তি ছিল বে‌শি। ত‌বে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহ‌ণের সময় কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান জানান, মাঠ পর্যা‌য়ে নির্বাচনী স‌হিংসতা এড়া‌তে ও সুষ্ঠু নির্বাচন উপহার দি‌তে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে।

এবা‌রের ৭ম ধা‌পের নির্বাচ‌নে বান্দরবান সদ‌রের ৩ ইউ‌নিয়‌নের ২২‌টি কে‌ন্দ্রে সাধারণ সদস্য প‌দে ৪২জন ও সংর‌ক্ষিত সদস্য প‌দে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌ছে। এখা‌নে মোট ভোটার ১৪হাজার ৮শ ৩০জন। এরম‌ধ্যে ৭হাজার ৬শ ৪৮জন পুরুষ ও ৭হাজার ১শ ৮২জন ম‌হিলা ভোটার র‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন