বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: বিশপ


টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হতেই আইসিসির সহযোগী দেশগুলো একের পর এক চমক দেখাচ্ছে। উদ্বোধনী ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্র দারুণ ক্রিকেট খেলেছে। তার পর ওয়েস্ট ইন্ডিজকে প্রায় হারিয়েই দিচ্ছিল পাপুয়া নিউ গিনি। শুধু এই কয়েকটি দলই নয়, নেদারল্যান্ডস-স্কটল্যান্ডসহ বেশ কিছু দল ফেভারিটদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডাচরা। সেখানে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের জয় দেখছেন ইয়ান বিশপ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে বিশপ বলেছেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে দেখেছি নতুন দলগুলো বড় দলকে হারিয়ে দিচ্ছে। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’
বিশপের কথাকে অবহেলা করার সুযোগ নেই। ২০২২ সালের আসরেই নেদারল্যান্ডসকে হারাতে ঘাম ঝরেছিল সাকিব-শান্তদের। এছাড়া গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছিল সাকিব আর হাসানের দল।
বাংলাদেশের আরেক গ্রুপসঙ্গী নেপালকে নিয়ে বিশপের আশা, ‘নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’