বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের সনদপত্র বিতরণী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত
পার্বত্য নিউজ ডেস্ক,ঢাকা
বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস) এর সনদপত্র বিতরণী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৩ আজ ২১ এপ্রিল তেজগাঁওস্থ শাহীন হল- এ অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, এনডিইউ, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী ছাত্রছাত্রীদের মাঝে ‘বিমান বাহিনী প্রধান ক্রেস্ট’ এবং বিদায়ী ছাত্রছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ উপলক্ষে তিনি বি এ এফ সেমস এর শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমের অভাবনীয় সাফল্য অর্জনের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে, বি এ এফ সেমস এর অধ্যক্ষ স্কোয়াড্রন লীডার রুমানা আক্তার তার স্বাগত বক্তব্যে স্কুলের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সম্পর্কে সকলকে অবহিত করেন। সনদপত্র বিতরনীর পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের উদীয়মান শিল্পীরা নাচ এবং গান পরিবেশন করে।