বৈরী আবহাওয়ায় পর্যটক নেই রাঙামাটিতে

fec-image

রাঙামাটিতে প্রতিবছর ঈদের ছুটিতে হাজার পর্যটকের ঢল নামলেও দু’দিন ধরে বৈরি আবহাওয়ার কারণে আশানুরূপ পর্যটক নেই। ঈদের দিন দুপুর থেকে টানা দু’দিন রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাঙামাটি পর্যটন মোটেল বুকিং থাকলেও অন্যান্য হোটেলগুলো এখনো খালি রয়েছে। তবে বৃষ্টিপাত কমলে পর্যটন নগরী রাঙামাটিতে পর্যটকের জোয়ার নামবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, যেহেতু ঈদ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ছুটি রয়েছে তাই পর্যটন সমাগম বাড়বে রাঙামাটিতে। তবে জেলার বাইরের পর্যটকের সমাগম না বাড়লেও কিছুটা বৃষ্টিপাত কমলে স্থানীয়রা ভিড় করছেন পর্যটন স্পটগুলোতে।

রাঙামাটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩ মে) দুপুরে জেলায় বৃষ্টিপাত হয়েছে ০৯ মিলিমিটার।

রাঙামাটি আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হুমায়ন বলেন, ৫ মে পর্যন্ত জেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এরপর বৃষ্টিপাতের সম্ভবনা কমবে বলে আশা করা যাচ্ছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, জেলায় গত দু’দিন এখনো আশানুরূপ পর্যটক নেই। তবে আবহাওয়ার স্বাভাবিক হলে রাঙামাটিতে পর্যটক সমাগম বাড়বে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আবহাওয়া, পর্যটক, বৈরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন