ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে
ভারী বৃষ্টিপাতে বন্দরনগরী চট্টগ্রামের বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জসহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বৃষ্টিতে সড়কগুলোতে প্রায় হাটু পর্যন্ত পানি জমে গেছে। দোকানপাট-ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়েন তারা।
স্থানীয় এক শিক্ষার্থী বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায়। ফলে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। অপর এক শিক্ষার্থী বলেন, রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় কলেজে যেতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের দুর্ভোগও চরমে ওঠেছে। স্কুল-কলেজ খোলা থাকায় জলমগ্ন সড়ক দিয়েই তাদের চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।