ভালবাসার দিনে পাহাড়ে মৃত্যুর মিছিল, পৃথক দুর্ঘটনায় নিহত ৬, নিখোঁজ ৩

fec-image

ভালবাসার দিনে রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৩ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল- দুপুরে এ ঘটনাগুলো ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে শুক্রবার দুপুরে ডিসি বাংলো নিকটবর্তী লাভ পয়েন্টের কাছে দু’টি ট্যুরিস্ট বোটের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, আসমা বেগম, শিলা, রিনা, আফরোজা (১৪) এবং একজনের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে শুক্রবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের শালবাগান পুলিশ ক্যাম্প এলাকায় পিকনিক বাস উল্টে বাসের হেলপারসহ ১জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে মানিকছড়ি ফাঁড়ির ইনচার্জ মো. রহমান।

নিহত-আহত ব্যক্তিরা সকলে চট্টগ্রামের কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন লিমিটিডের টেনডেক্স লিমিলেড নামের একটি চায়না ফার্ণিচার কারখানা শ্রমিক।

পিকনিক বাসের বেঁচে যাওয়া যাত্রী মো. সালমান (২৮) জানান, তারা ৬০ জনের একটি পিকনিক দল চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বনভোজনের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। কিন্তু পথিমধ্যে রাঙামাটির সাপছড়ি এলাকায় তাদের বাস উল্টে যায়।

অপরদিকে শুক্রবার দুপুরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকন ধর্মালম্বীদের নৌকা বোট ডুবে ৩জন নিখোঁজ রয়েছে। তাদের এখনো উদ্ধার করা যায়নি বলে কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শওকত আকবর এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্যুরিস্ট বোট সংঘর্ষের ঘটনায় বর্তমানে একজন নারী চিকিৎসাধীন রয়েছেন। আর সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে ২০ জন রাঙামাটি সদর হাসপতালে চিকিৎসাধীন এবং বাকী ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন