আনসার ও ভিডিপি পদক পেলো মানিকছড়ির ছিদ্দিকুর রহমান
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদক লাভ করেছে মানিকছড়ির বাংলাদেশ আনসার ও ভিডিপির ইউনিয়ন দল নেতা মো. ছিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।
অসীম সাহসিকতা, সততা ও নিষ্ঠার জন্য তাকে এ পদকে ভুষিত করা হয় বলে মানিকছড়ির আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়।
বাংলাদেশ আনসার পদক পাওয়া মো. ছিদ্দিকুর রহমান উপজেলার চেংগুছড়া এলাকার ইদু মিয়া ও আফিয়া খাতুনের সন্তান। মানিকছড়ি আনসার ও ভিডিপি কার্যালয় বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: আনসার ও ভিডিপি পদক
Facebook Comment