মহালছড়িতে বিএনপি-আ’লীগ সংঘর্ষ, আহত ৩
সিএনজি ভাড়া দেয়াকে কেন্দ্র করে বিএনপি-আ’লীগ সংঘর্ষে ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিএনজি’র ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রলীগ ও এক ছাত্রদল কর্মীর বাক বিতন্ডা হলে ঘটনার সূত্রপাত হয়। বাক বিতন্ডার খবরটি বিএনপি-আ’লীগের কর্মীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে উভয়েই সংঘবদ্ধ হয়ে আক্রমনের প্রস্তুতি গ্রহন করে। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কমপক্ষে উভয় দলের ৩জন আহত হয়। আহতরা হলেন, মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্র দলের সাধারন সম্পাদক জুয়েল দাস হৃদয় (২০), মহালছড়ি উপজেলা শাখা স্বেচছাসেবক দলের মো: হাসান(২০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস (২৩) । আহতদের স্থানীয় চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিএনপি’র পক্ষ থেকে জানিয়েছেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে উভয়কে ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী টহল জোরদার করা হয়েছে।
ঘটনার জন্য উভয় দল একে অপরকে দায়ী করছে। এবিষয়ে মহালছড়ি থানা অফিসার ইনচার্জ জোবায়েরুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।