‘মহিলা স্পিকার নিয়োগ হেফাজত ইসলামসহ মৌলবাদী নারী বিদ্বেষী জন্য চপেটাঘাত।’-সুরঞ্জিত

suronjit

নিজস্ব প্রতিবেদক

১২০ দিনের মধ্যে সাভারের ধসে যাওয়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।

তিনি বলেন, ‘রানাকে গ্রেফতারের মাধ্যমে সরকার অবস্থান স্পষ্ট হয়েছে। এখন কোন আইনে বিচার হবে সেটা ঠিক করবেন সরকার। আমরা দ্রুত বিচার আইনে তার বিচার করার দাবি করছি। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি প্রজ্ঞাপণ জারি করতে পারে।’

আজ মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেল হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘জেল হত্যা মামলার রায় হয়েছে। এজন্য জাতির সঙ্গে আমরাও স্বস্তি প্রকাশ করছি। এর মাধ্যমে গণতন্ত্রের পথ প্রশস্থ হয়েছে। আইনের শাসনের জয় হয়েছে। সার্বিক ভাবে এ রায়ে আমাদের কলঙ্ক মোচন হয়েছে।’

স্পীকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় অভিনন্দন জানিয়ে  তিনি বলেন, ‘নারীকে স্পীকার হিসেবে মনোনয়ন দেয়ায় নারী জাগরণ আরো এক ধাপ এগিয়েছে। যদিও এটি হেফাজত ইসলামসহ মৌলবাদী নারী বিদ্বেষী জন্য চপেটাঘাত।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন