মহেশখালীতে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক সমাবেশ
মহেশখালী প্রতিনিধি:
মাদক, মানব পাচার, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুকের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ছোট মহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে মহেশখালী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রভাষ চন্দ্র ধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী ওসি (তদন্ত) সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিহাদ বীন আলী, আওয়ামী লীগ নেতা ব্রজঘোপাল ঘোষ, মাহাবুব আলম, সাংবাদিক আবুল বশর পারভেজ, এএস আই জুয়েল রানা।
ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এমরান উল্লাহ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরেও বক্তব্য রাখেন ছোট মহেশখালীর সকল ইউপি সদস্যগণ ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা।