মাটিরাঙ্গায় আরও ৯০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
ঘরে আগুন, ভাংচুর, মারধর, শ্রীলতাহানির অপরাধে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ আওয়মীগ ও সহযোগী সংগঠনের ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর বাদির বাড়িতে অনধিকার প্রবেশ করে বাদিকে হত্যার উদ্দেশ্য গুরুতর জখম, শ্লীলতাহানি, চুরি, ঘর আগুনে পুড়িয়ে ও ভাঙ্গচুর করে ক্ষতি সাধন, ভয়ভীতি ও হুমকি প্রদানের অপরাধে ১৪৩/১৪৭/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/৩৫৬/৪৩৫/৪২৭/৫০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়। এছাড়া আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে ২২ আগস্ট খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা কে প্রধান আসামী করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বাদি হয়ে ১৯৯ জনের নাম উল্লেখ করো মামলা দায়ের করেন। এ মামলায় আরো ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
গত ১ নভেম্বর ২০২৩ খ্রি. হত্যার উদ্দেশ্য মারপিট, গুরুতর জখম করে, চাঁদাবাজি, চুরি ও হুকুম প্রদানের অভিযোগে ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৩৮৫/৪২৭/১০৯/১১৪ ধারায় মামলা দায়ের করেন।
একই দিনে গত ৭ জুলাই, ২০২২ খ্রি. অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, হত্যার উদ্দেশ্য মারধর করে জখম, চুরি, চাঁদাবাজি, হুমকি ও হুকুম প্রদানের অভিযোগে ১৪৩/১৪৭/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮০/৩৮৫/৪২৭/৫০৬/১০৯/১১৪ ধারায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বাদি হয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা কে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে ৬০/৭০ জন অজ্ঞাতনামা আসামি।
বিষয়টি রিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর। তিনি জানান, দুই মামলায় এখন পর্যন্ত মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালের দায়ের করা মামলায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।