মাটিরাঙ্গায় কয়েকটি গাড়ি ভাংচুর, নারী যাত্রীসহ কয়েকজন আহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাতের আঁধারে যাত্রীবাহী বাস, সিএনজি, পিকআপ, প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ ১০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলার যৌথ খামার এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জানা যায়, গাড়িগুলো চট্টগ্রাম ও ঢাকা থেকে খাগড়াছড়িতে আসছিলো।
ভাঙচুরের শিকার গাড়ির চালকরা জানায়, বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে লাঠি ও ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর শুরু করে। একটি গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলেও গাড়িটি পুড়েনি।
এ ঘটনায় আহতদের মধ্যে এক নারী যাত্রীও রয়েছে। তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও রিসিভ করেননি।