মাটিরাঙ্গা সেনাজোনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
দেশে চলমান প্রেক্ষাপটে আওতাধীন এলাকার বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজোনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি। এসময় ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ এবং ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল তাঁর সাথে ছিলেন।
আওয়ামীলগ শাসনামলে বিএনপিনর উপর নির্যাতনে স্মৃতিচারণ করে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্না জড়িত কণ্ঠে নির্যাতনের বর্ণনা করেন। এসময় মনোযোগ সহকারে কথা শোনেন জোন অধিনায়ক।
এদিকে মাটিরাঙ্গা ও গুইমারা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা বলেন, সরকার পতনের দিন (৫ আগস্ট) আওয়ামীলীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলেও বেশির ভাগ এলাকা সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনা জোনের প্রতি অনুরোধ জানান বক্তারা।
প্রতিহিংসার রাজনীতি কখনো ভালো ফল বয়ে আনে না উল্লেখ জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বিরাজ প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অপ্রীতিকর ঘটনা রোধে মিলে মিশে দেশের জন্য কাজ করতে হবে।
রাজনীতিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বড় অবদান রয়েছে উল্লেখ করে জোন অধিনায়ক আরো বলেন, আপনাদের কর্মকাণ্ডে আঞ্চলিক দল যেন প্রশ্রয় না পায় । দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহীনীকে সহযোগিতা এবং দেশ পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ রোধে সরকারকে সহযোগিতা করা আহ্বান জানান তিনি।
প্রায় ২ ঘণ্টাব্যাপী পৃথক মতবিনিময় সভায়, বিএনপি, আওয়ামীলীগ, জামায়েত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।