মাতামুহুরী নদী থেকে দুই শিশু ও যুবককের লাশ উদ্ধার


কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর কাকারা মাঝেরফাঁড়ি ব্রীজ পয়েন্টের দক্ষিণ পাশ থেকে হোজাইফা (৪) ও মাসুদুল ইসলাম (৪) নামের দুই শিশু এবং চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া পয়েন্ট থেকে মানসিক ভারসাম্যহীন আবদুল কাইয়ুম (২৭) নামে যুবকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নদীতে মারা যাওয়া শিশু দু’জনেই সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন। শিশু মাসুদুল ইসলাম কাকারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাশেদুল ইসলাম পুত্র ও তার ভাগ্নি শিশু হোজাইফা সাতকানিয়া এলাকার ছাবের আহমদের কন্যা। এছাড়াও জালিয়াপাড়া পয়েন্ট থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মৃত নুর ছোবাহানের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নস্থ মাতামুহুরী নদীর বিয়ারীপাড়া আবু ছৈয়দ মাঝির ঘাট এলাকা থেকে দুই শিশু ও সকাল ১০টার দিকে জালিয়াপাড়া পয়েন্ট থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাকারা ইউনিয়নস্থ মাতামুহুরী নদীর মাঝেরফাঁড়ি ব্রীজের দক্ষিণ পাশে বিয়ারীপাড়াস্থ আবু ছৈয়দ মাঝির ঘাট পয়েন্টে বুধবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে নদীতে গোসল করতে যান ৪বছর বয়সি শিশু হোজাইফা ও তার মামাতো ভাই মাসুদুল ইসলাম।
গোসলের এক পর্যায়ে তারা দু’জনেই নদীর চোরাবালিতে আটকে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে খবর পেয়ে দুই শিশুর পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন। এদিকে, মঙ্গলবার বিকালে মাতামুহুরী নদীর জালিয়াপাড়া মন্ডলপাড়াস্থ পয়েন্টে পানিতে ডুবে যান মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম।
বুধবার রাত ১১টা পর্যন্ত তাঁকে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খুঁজেও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, মাতামুহুরী নদীতে মারা যাওয়া দুই শিশু ও যুবকের পরিবারে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাতামুহুরী নদী থেকে চার বছর বয়সি দুই শিশু ও যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।