মাথায় গোমটা দিয়ে মুখ ঢেকে আদালতে আ.লীগ নেতা

fec-image

মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে গোমটা পরিয়ে ও হাতে হাতকড়া লাগিয়ে পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদাল‌তের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে তিনি আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, ঢাকা থেকে এনে প্রথমে তা‌কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে।

এদিকে গ্রেফতারের পর ওই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় তা‌কে।

অন্যদিকে লক্ষ্মীপদ দাসকে গ্রেফতারের খবরে বান্দরবানে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাতে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

বান্দরবা‌নের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে বান্দরবান থানায়। এ ছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক দুর্নীতিবাজ সদস্য লক্ষ্মীপদ দাস। এ ছাড়াও গ্রেফতার এড়াতে এখনও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে রয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, জেলা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন