মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করলো খাগড়াছড়ি জোন

fec-image

‘শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত মানুষ দেশের বোঝা নয় তারা দেশের সম্পদ, এই মূলমন্ত্রে খাগড়াছড়ি জোন বৃহস্পতিবার (৩০ মে) খাগড়াছড়ি সদর উপজেলার দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় ৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করে।

এসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি অনুদান মাদ্রাসার পরিচালক এর নিকট তুলে দেন।

আর্থিক অনুদান পেয়ে মাদ্রাসার সকল শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহয়তা কামনা করেছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুদান, খাগড়াছড়ি, প্রতিরক্ষা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন