মানিকছড়িতে অবৈধ বালু মহালে লাখ টাকা জরিমানা

fec-image

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে অবৈধ বালু মহালে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর যোগ্যাছেলা ইউনিয়নের আসাদতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনোর সত্যতা পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রক্তিম চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।

এ সময় তিনি বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ দুটি মামলায় ৬০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, বালু মহাল, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন