মানিকছড়িতে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে রণাঙ্গনের ভয়াবহতা শুনলেন শিক্ষার্থীরা
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করেন তথ্য অফিস। এতে অংশ নিয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা মো. দৌলত আহমদ। অতিথি ছিলেন, সিনিয়র শিক্ষক রকেট কুমার দেব, সহকারী শিক্ষক চিনুমং মারমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের আগে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মো. দৌলত আহমদ স্বাধীনতার দীর্ঘ ৯ মাস যুদ্ধের স্মৃতিচারণ করেন।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বই তুলে দেন।