মাস্ক ব্যবহার না করায় মানিকছড়িতে জরিমানা

fec-image

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানিকছড়ি উপজেলা প্রশাসন গত দুই দিনে হাট-বাজারে জনসমাগমে মাস্ক এর ব্যবহার না থাকায় ৪৪জনকে ৭ হাজার ৪শত টাকা জরিমানা করেছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ওয়েব রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে মানিকছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

গত ১৭ ও ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার, তামান্না মাহমুদ এবং সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রিফাত আসমা কর্তৃক মানিকছড়ি উপজেলার আমতল, মানিকছড়ি বাজার, মহামুনি, তিনটহ্যরীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় দুই দিনের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪ জনকে ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, মানিকছড়ি, মাস্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন