মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উদ্দিন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমতউল্ল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মানিক মিয়া।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা দুপ্রক সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে কার্য দিবসের শুরুতে পতাকা উত্তোলন, মানববন্ধন করা হয়।