চ্যাম্পিয়ন ভাগ‌্যপাড়া স্পো‌র্টিং ক্লাব,রানার্স আপ তবলছ‌ড়ি সীমান্ত একাদশ

মা‌টিরাঙ্গায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ( সিজন-২) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

তবলছ‌ড়ি ইউ‌নিয়ন ছাত্রলী‌গের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (৯ ন‌ভেম্বর) বিকা‌লে উপ‌জেলার তবলছ‌ড়ি যতন কুমার কার্বারীপাড়া প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে খেলা শে‌ষে পুরস্কার তু‌লে দেন প্রধান অ‌তি‌থি মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম।

ফাইনাল খেলায় অংশ নেয় তবলছ‌ড়ি সীমান্ত একাদশ বনাম ভাগ্যপাড়া যুব সততা স্পোর্টিং ক্লাব। নির্ধা‌রিত সময়ে কোন পক্ষ গোল না করতে পারলে খেলা গড়াই ট্রাই‌বেকারে। পরে ট্রাই‌বেকারে ৫-৩ গো‌লে ভাগ‌্যপাড়া স্পো‌র্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

ম‌্যান অফ‌দ‌্যা ম‌্যাচ যুবসততা স্পোর্টিং ক্লাবের মো: আ‌মির। স‌র্বোচ্চ গোলদাতা তবলছ‌ড়ি সীমান্ত একাদ‌শের স্বপন, সেরা গোল কিপার সীমান্ত একদ‌শের মো. মোতা‌লেব এবং সেরা খে‌লোয়াড় হি‌সে‌বে যুব সততার জামাল উ‌দ্দিন সম্মাননা পুরস্কার পে‌য়ে‌ছেন।

খেলায় ধারা ভা‌ষ্যে ছি‌লেন আব্দুল হা‌কিম ও বেলাল হো‌সেন। রেফা‌রির দা‌য়িত্ব পালন করেন আব্দুল বা‌রেক প‌টোয়ারী।

এ‌তে টুর্না‌মেন্ট প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি ও সাবেক চেয়ারম‌্যান আব্দুল কা‌দেরের সভাপ‌তি‌ত্বে অন‌্যান‌্যদের মা‌ঝে মা‌টিরাঙ্গা উপ‌জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রধান বক্তা, সাংগঠ‌নিক সম্পাদক আলী হো‌সেন, বীর মু‌ত্তি‌যোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌কে উপস্থিত ছি‌লেন।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম ব‌লেন,‌ খেলাধুলার মাধ‌্যমে যেমন শরীর চর্চা হয়, তেমনি যুব সমাজকে মাদকাসক্তসহ অসমা‌জিক কার্যকলাপ থে‌কে দূ‌রে রা‌খে। তাই খেলাধুলার প্রতি অনু‌শীলন ও যত্নশীল হ‌তে হ‌বে।

অনুষ্ঠা‌নে প্রধান বক্তা উপ‌জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা ব‌লেন, খেলাধুলা যুবসমাজ‌কে ধ্বং‌সের হাত থে‌কে রক্ষা ক‌রে। বর্তমান আওয়ামীলীগ সরকারের আম‌লে খেলাধুলার অ‌নেক অগ্রগ‌তি হ‌য়ে‌ছে। ‌শিক্ষা, সংস্কৃতি ও‌ খেলাধুলা উন্নয়‌নে এ‌গি‌য়ে যা‌চ্ছে দেশ। উন্নয়‌নের এ ধারা‌কে অব‌্যাহত রাখ‌তে এবং স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মা‌ণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন‌্য সক‌লের প্রতি আহ্বান জানান তি‌নি।

এসময় এলাকার ক্রীড়া‌মো‌দি বি‌ভিন্ন বয়‌সি শ্রেণী পেশার দর্শক উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন