মাটিরাঙ্গায় সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদান বিতরণ


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৯০ জন গরিব মেধাবী, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং ৩৭০ জন অসহায়, গরিব, দুস্থ পরিবার সহ মোট ৫৬০ জনের মাঝে নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ১১ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর।
সোমবার (২ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা রাজীব দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো. শরিফুল ইসলাম, গোমতী ইউনিয়ন পরিষদ তোফাজ্জল হোসেন , সমাজসেবা কর্মকর্তা লিটন হোসেন প্রমুখ।