খাগড়াছড়ি সদর জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান

fec-image

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৮ জুন) সকালে জোন সদরে এ আর্থিক অনুদান তুলে খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে । ভবিষ্যতেও যেকোন সমস্যায় পাশে থাকবে। এ সময় খাগড়াছড়ি জোন এর পক্ষ থেকে গরীব-দুস্থ-অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে এ আর্থিক অনুদান, শিক্ষা সামগ্রী ক্রয়ে সহায়তা তুলে দেওয়া হয়।

সাধারণ মানুষের সেবাসহ অসহায়দের সেবার লক্ষে খাগড়াছড়ি সদর জোন সবসময় এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী অসহায়দের মাঝ বিনামূল্যে চিকিৎসা সেবা, দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা ,শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্যসেবাসহ পার্বত্য চট্টগ্রামের যেকোন ক্রান্তিকালে পাহাড়ের মানুষের মাঝে শান্তি ও সমৃদ্ধির প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্থিক অনুদান, খাগড়াছড়ি, সদর জোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন