মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় বধূসহ ১০ বেসামরিক নাগরিক নিহত


মিয়ানমারের বাগো অঞ্চলের কিয়াউক্রি টাউনশিপের ক্যয়াইন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলায় বধূসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রবিবার (২৫ মে) সকাল ৯টার দিকে ক্যয়াইন গ্রামের বিয়ের বাড়িতে সেনাবাহিনী (জান্তা বাহিনী) বিমান থেকে বোমা হামলা চালায়। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মিয়ানমার দক্ষিণাঞ্চল যুদ্ধক্ষেত্রের এক সূত্রে জানা যায়, “বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিমান হামলা চালানো হয়। এতে ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে বধূও রয়েছেন। এছাড়া ২০ জনের বেশি আহত হয়েছেন।”
নিহতদের মধ্যে ৪ ও ৬ বছর বয়সী দুই শিশুও রয়েছে। বিমান হামলায় গ্রামের প্রায় সব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
কিয়াউক্রি টাউনশিপে সেনাবাহিনী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। বিদ্রোহীরা এলাকার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
*গত কয়েক দিনের সেনাবাহিনীর হামলা:*
– *২৩ মে:* সাগাইং অঞ্চলের মানকান টাউনশিপের থাজে ও মানচু গ্রামে বিমান হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে শিশুরাও ছিল।
– *১৩ মে:* রাখাইন রাজ্যের রাছিডং টাউনশিপের থোয়াইরাওয়ে গ্রামে বিমান হামলায় ১২ জন নিহত (শিশু ও নারী সহ) ও ২৩ জন আহত হন।
– *১৪-১৫ মে:* রাখাইনের কিয়াউকটাউ শহরে দুই দিন ধরে বিমান হামলায় বেসামরিক ৭ জন নিহত ও ১১ জন আহত হন।
– *১২ মে:* ডিপেয়ান টাউনশিপের ওথিনকোওয়ান গ্রামের একটি স্কুলে বিমান হামলায় ২৪ শিশুসহ ২ শিক্ষিকা নিহত ও শতাধিক আহত হন।
সেনাবাহিনী (জান্তা বাহিনী) ৬ মে থেকে ৩১ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও দেশজুড়ে বিমান হামলা, গ্রামে আক্রমণ ও বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে।
সংবাদটি মিয়ানমারের স্থানীয় সূত্র ও মানবাধিকার সংস্থার রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে।