মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন কমিটির টেকনাফে বধ্যভূমি ও শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল পরিদর্শন
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফে বধ্যভূমি ও শহীদ মুক্তিযুদ্ধাদের সমাধিস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম শাহ হাবীবুর রহমানের নেতৃত্বে বধ্যভূমি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্থান চিহ্নিত ও সংরক্ষনে গঠিত কমিঠির সদস্যরা। মঙ্গলবার বিকালে কমিটির সদস্যরা টেকনাফ পল্লান পাড়া এলাকায় হেছকার খাল সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ও এর আশেপাশের এলাকা নিয়ে একাত্তরের বধ্যভূমিটি পরিদর্শন করেন।
যেখানে পাকবাহিনী বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধাদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করতো। স্বাধিনতার পর মিত্রবাহিনী ও মুক্তিযুদ্ধারা এ বধ্যভূমিটি আবিস্কার করেন। পরবর্তীতে এখান থেকে ৭৮ জন বীর মুক্তিযুদ্ধার মৃতদেহ উদ্ধার করে পৌর কবরস্থানের পাশে সমাহিত করা হয়েছিল বলে জানা যায়। এসময় মুক্তিযুদ্ধা সংগঠক মাষ্টার আব্দুস শুকুর ও প্রত্যক্ষদর্শী আবু হারেছ কাউন্সিলর তাদের দেখা ঘটনার বর্ণনা দেন।
পরে কমিটির সদস্যরা পৌর কবরস্থান সংলগ্ন শহীদ কবরস্থানটি পরিদর্শন করেন। এসময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান মোঃ শফিক মিয়া, ইউএনও শাহ মুজাহিদ উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) সেলিনা কাজী, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, এসংক্রান্ত কমিটির সদস্য কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবসার, মুক্তিযুদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান, এড. তোফাইল আহমদ, মোহাম্মদ আলী জিন্নাত, আবু মোর্শেদ চৌধুরী খোকা,সুনীল বড়ুয়া, কে পল, টেকনাফ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার জহির আহমদ, ডেপুটি কমান্ডার আইয়ুব বাঙ্গালী, তহশীলদার হেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।