মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা


টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এজন্য উগ্র ভারতীয় কিছু সমর্থক ক্ষেপেছেন। এমন কী আইপিএলে দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় দেশটির অনেকেই এই নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
মুস্তাফিজকে দলে নেওয়ার বিবৃতিতে দিল্লি জানিয়েছিল, জেক ফ্রেজার-ম্যাকগ্রাকের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে। দিল্লিতে এই তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি। যার অর্থ, ফ্র্যাঞ্চাইজি চাইলে মোস্তাফিজের পারিশ্রমিকও ৯ কোটি রুপি হতে পারতো।
ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি। এরই প্রেক্ষিতে, বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয়।
এই নিয়মের অধীনে, দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে। কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে সই করানোর জন্য দিল্লির ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করছেন তারা।
উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। ২০২২ সালে ৮ ম্যাচ খেলে ৮টি উইকেট তুলে নেন। তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।