মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।এদিন সন্ধ্যা ৬টার দিকে জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানাল ডিবি।জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।অভিনেত্রী, নৃত্যশিল্পী, পরিচালক ও স্থপতি শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।জামালপুরে অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুননৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশি শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন।তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা পায়।ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, তা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবারও তা চলমান রয়েছে।ধানমন্ডির ৩২ নম্বরে এক্সক্যাভেটর ও ক্রেন নিয়ে ভেঙে ফেলা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। ধানমণ্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদন পুড়িয়ে দেওয়া হয়।ভাঙচুর করা হয় ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন