রাইখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা

fec-image

রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী বরকলাপাড়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের উদ্যোগে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভার সঞ্চালনা করেন বনপ্রহরী মো. হাসান এবং সভাপতিত্ব করেন রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন ও ইউপি সদস্য এপিসি মোহাম্মদ জো কোরিয়া। ইআরটি সদস্যরাও সচেতনতার বিষয়গুলো নিয়ে বক্তব্য দেন।

সভায় জানানো হয়, হাতি আমাদের বন্যপ্রাণী সম্পদ। তাদের বিরক্ত না করার এবং আক্রমণ না করার আহ্বান জানানো হয়। কোনো বিপদের আশঙ্কা হলে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, হাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারি ক্ষতিপূরণের বিষয়টি সভায় উল্লেখ করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন