রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব “এই স্লোগানে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দিবস পালন করা হয়।
দিবসটির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি সূচনা করেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এর পর পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে সকলে মানববন্ধন অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যলয়ের নিজস্ব সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. শফি উল্লাহ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ রাঙামাটি জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।