রাঙামাটিতে করোনা সংক্রমণের হার কমেছে, আক্রান্ত ৫৩ জন

fec-image

রাঙামাটিতে নতুন করে ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এইবার কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে রাঙামাটি পিসিআর ল্যাব থেকে এমন তথ্য জানা গেছে।

সূত্রটি থেকে জানা যায়- বৃহস্পতিবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৭০ জন এবং এন্টিজিনায় ৫৯ জন নমুনা পরিক্ষা করেছেন। এরমধ্যে সর্বমোট ১২৯ জনের মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। যা নমুনা পরিক্ষা অনুসারে শনাক্তের হার ৪১.০৯ পার্সেন্ট।

রাঙামাটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৮৪৫ জন নমুনা পরিক্ষা করেছেন। এরমধ্যে নেগেটিভ এসেছে ২৩ হাজার ৮৪৬ জনের। পজিটিভ এসেছে ৪৯৯৯ জনের। মোট মারা গেছেন ৩৪ জন।

প্রথম ডোজের টিকা নিয়েছেন- ৪ লাখ ১৫ হাজার ২৩৪ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন- ৩ লাখ ৪ হাজার ৫৫৯ জন। আইসোলেশনে ভর্তি আছেন ৬ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন