রাঙামাটিতে চারটি ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে
দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এইবার জেলা শহরের চারটি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয় থেকে জানানো হয়, শহরের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোর্টবিল্ডিং মাঠে পবিত্র ঈদুল ফিতরের দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও ভেদভদী টেনিস কোর্ট মাঠে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সোয়া ৮টায়।
রাঙামাটি সরকারি কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় এবং তবলছড়ি ঈদগাহে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙামাটিতে ঈদের নামাজের প্রস্তুতি শেষ পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার চারটি ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্থানীয় মসজিদগুলোতে কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
নিউজটি ভিডিওতে দেখুন: